Thursday, July 13, 2017

আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ


আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ   সুরের বাঁধনে--
তুমি জান না, আমি তোমারে পেয়েছি   অজানা সাধনে॥
সে সাধনায় মিশিয়া যায় বকুলগন্ধ,
সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ--

Thursday, July 25, 2013

আমার এই পথ-চাওয়াতেই আনন্দ

আমার এই   পথ-চাওয়াতেই   আনন্দ।
খেলে যায়   রৌদ্র ছায়া,   বর্ষা আসে   বসন্ত ॥
কারা এই   সমুখ দিয়ে   আসে যায়   খবর নিয়ে,
খুশি রই   আপন মনে-- বাতাস বহে   সুমন্দ ॥

Thursday, June 13, 2013

নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে


নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে
তারি মধু কেন মনমধুপে খাওয়াও না ?
নিত্যসভা বসে তোমার প্রাঙ্গণে,
তোমার ভৃত্যের সেই সভায় কেন গাওয়াও না ?
বিশ্বকমল ফুটে চরণচুম্বনে,

Wednesday, February 20, 2013

বসন্তে-বসন্তে তোমার কবিরে দাও ডাক


বসন্তে-বসন্তে তোমার কবিরে দাও ডাক--
                   যায় যদি সে যাক॥
রইল তাহার বাণী   রইল ভরা সুরে,   রইবে না সে দূরে--
     হৃদয় তাহার কুঞ্জে তোমার রইবে না নির্বাক্‌॥

মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে


মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে।
মধুর মলয়-সমীরে মধুর মিলন রটাতে॥
    কুহক লেখনী ছুটায়ে    কুসুম তুলিছে ফুটায়ে,
    লিখিছে প্রণয়-কাহিনী   বিবিধ বরন-ছটাতে।

বসন্তে ফুল গাঁথল আমার জয়ের মালা।

বসন্তে ফুল গাঁথল আমার জয়ের মালা।
 বইল প্রাণে দখিন হাওয়া আগুন-জ্বালা॥
পিছের বাঁশি কোণের ঘরে  মিছে রে ওই কেঁদে মরে--
মরণ এবার আনল আমার বরণ-ডালা॥

Friday, August 3, 2012

আজ আকাশের মনের কথা ঝরো ঝরো বাজে


আজ আকাশের মনের কথা ঝরো ঝরো বাজে
সারা প্রহর আমার বুকের মাঝে ঝরো ঝরো বাজে
আজ আকাশের মনের কথা ঝরো ঝরো বাজে

দিঘির কালো জলের পরে মেঘের ছায়া ঘনিয়ে ধরে॥
বাতাস বহে যুগান্তরের প্রাচীন বেদনা যে
সারা প্রহর আমার বুকের মাঝে ঝরো ঝরো বাজে
আজ আকাশের মনের কথা ঝরো ঝরো বাজে

Thursday, May 3, 2012

চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে


চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে
অন্তরে আজ দেখব, যখন আলোক নাহি রে
চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে ।

ধরায় যখন দাও না ধরা
হৃদয় তখন তোমায় ভরা ।।
এখন তোমার আপন আলোয় তোমায় চাহি রে
চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে
অন্তরে আজ দেখব, যখন আলোক নাহি রে।

Saturday, December 17, 2011

তোমায় আমায় মিলন হবে ব'লে

তোমায় আমায় মিলন হবে ব'লে
            আলোয় আকাশ ভ'রা
তোমায় আমায় মিলন হবে ব'লে
            ফুল্ল শ্যামল ধরা
তোমায় আমায় মিলন হবে বলে

Sunday, October 2, 2011

অনেক কথা যাও যে ব'লি


অনেক কথা যাও যে ব'লি কোনো কথা না বলি
তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি
অনেক কথা যাও যে ব'লি কোনো কথা না বলি
যে আছে মম গভীর প্রাণে, ভেদিবে তারে হাসির বাণে,
চকিতে চাহ মুখের পানে তুমি যে কুতূহলী।
তোমারে তাই এড়াতে চাই, ফিরিয়া যাই চলি
অনেক কথা যাও যে ব'লি কোনো কথা না বলি

Monday, August 29, 2011

তোমরা যা বল তাই বলো



তোমরা যা বল তাই বলো ।।
আমার লাগে না মনে
যা বল তাই বলো,
আমার যায় বেলা
বয়ে যায় বেলা ।।
কেমন বিনা কারণে
তোমরা যা বল তাই বলো ।।

Tuesday, August 23, 2011

কতবারো ভেবেছিনু আপনা ভুলিয়া



কতবারো ভেবেছিনু আপনা ভুলিয়া
তোমারো চরণে দিব হৃদয় খুলিয়া
কতবারো ভেবেছিনু আপনা ভুলিয়া।

চরণে ধরিয়া তব কহিব প্রকাশি
গোপনে তোমারে,সখা,কত ভালোবাসি।

Thursday, August 18, 2011

আজি তোমায় আবার চাই শুনাবারে



আজি তোমায় আবার চাই শুনাবারে
যে কথা শুনায়েছি বারে বারে
আজি তোমায় আবার চাই শুনাবারে
আমার পরানে আজি
যে বাণী উঠিছে বাজি।।

Wednesday, July 27, 2011

গোপন কথাটি রবে না গোপনে



গোপন কথাটি রবে না গোপনে,
উঠিল ফুটিয়া নীরব নয়নে
গোপন কথাটি
না না না,রবে না গোপনে
গোপন কথাটি রবে না গোপনে,
উঠিল ফুটিয়া নীরব নয়নে
গোপন কথাটি ।

Tuesday, July 12, 2011

আজ নাহি নাহি নিদ্রা আঁখি পাতে


আজ নাহি নাহি নিদ্রা আঁখি পাতে
আজ নাহি নাহি নিদ্রা আঁখি পাতে
তোমারো ভবন তলে হেরি প্রদীপ জ্বলে
তোমারো ভবন তলে হেরি প্রদীপ জ্বলে
দূরে বাহিরে তিমিরে আমি জাগি জোড় হাতে
নাহি নাহি নিদ্রা আঁখি পাতে
আজ নাহি নাহি নিদ্রা আঁখি পাতে ।